সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় বভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) উপজেলার মিরপুর বাজাস্থ ৩ নং মিরপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় হামলার ঘটনা ঘটে।
ঘটনার দুদিন পর মঙ্গলবার (১৯ নভেম্বর ৩ নং মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর নুর বাদী হয়ে জগন্নাথপুর থানা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার (১৭ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে অফিসে আগুন লাগিয়ে দেয়। এ সময় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন, এমন অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বৃহস্পতিবার এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। বাকিটা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আমিনুর রহমান জিলু, মোবাইল: ০১৭১৫-৩৫৭৬০৯
চীফ এডমিন: শাহ ফুজায়েল আহমদ, মোবাইল: ০১৭১৫-৭৪৬৭৭০
অফিস: পুরাতন সিলেটি বাসস্ট্যান্ড, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Copyright © 2024 jagannathpurtv. All rights reserved.