সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ না করে ৩২ করায় তা প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন আন্দোলনরত ব্যক্তিরা। তাঁরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চান। আজ রোববার দুপুরে রাজধানীর শাহবাগের গণগ্রন্থাগারের (পাবলিক লাইব্রেরি) সামনে প্রায় ৩৫ জনের মতো আন্দোলনকারী এই ‘লাল কার্ড’ প্রদর্শন করেন। এ সময় আন্দোলনকারী এম এ আলী বলেন, ‘আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের ৩৫ লাগবে, ৩৫ করতে হবে। এই ৩৫ করার জন্য ছাত্রসমাজের যা করতে হয়, তাই করবে। আমরা আপনাদের ক্ষমতায় নিয়েছি। আপনারা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকারে এসেছেন।’আরেক আন্দোলনকারী মোহাম্মদ সোহেল বলেন, ‘আমাদের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে যে সংস্কার কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি চাকরিতে বয়সসীমা ছেলেদের ৩৫ ও মেয়েদের ৩৭ সুপারিশ করলেও তা করা হয়েছে ৩২ বছর।’ মোহাম্মদ সোহেল আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন যে লড়াই-সংগ্রাম করেছি, সেটা ৩২-এর জন্য করিনি। আমরা ৩৫ বাস্তবায়ন চাই। আমরা ৩২–কে প্রত্যাখান করলাম। যতক্ষণ পর্যন্ত না আমাদের ৩৫ দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে। তাই প্রহসনের এই ৩২–কে আমরা লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছি।’ কর্মসূচি চলাকালে আশপাশে অনেক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আমিনুর রহমান জিলু, মোবাইল: ০১৭১৫-৩৫৭৬০৯
চীফ এডমিন: শাহ ফুজায়েল আহমদ, মোবাইল: ০১৭১৫-৭৪৬৭৭০
অফিস: পুরাতন সিলেটি বাসস্ট্যান্ড, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Copyright © 2024 jagannathpurtv. All rights reserved.