যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়নের দাবি প্রতিষ্ঠানের প্রায় ৭০ কোটি টাকা ক্ষতি


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৪, ৭:৪৭ পূর্বাহ্ন
যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়নের দাবি প্রতিষ্ঠানের প্রায় ৭০ কোটি টাকা ক্ষতি

মিলন আহমেদ:
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের হামলায় তাদের প্রতিষ্ঠানের প্রায় ৭০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকেলে কলেজ ক্যাম্পাসে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে তিনি এ দাবি করেন।
শিক্ষার্থীদের হামলায় ১২তলা ভবনের কোনো কাঁচ আর অক্ষত নেই জানিয়ে অধ্যক্ষ নয়ন বলেন, প্রতিষ্ঠানটির ৫টি লিফট, কম্পিউটার ও সায়েন্স ল্যাব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলাকারী শিক্ষার্থীরা নগদ টাকা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেট, ৩ শতাধিক ফ্যান, প্রায় ৩০টির মতো ল্যাপটপ, অসংখ্য কম্পিউটারসহ মূল্যবান ও প্রয়োজনীয় বিভিন্ন জিনিস লুট করেছে।
শিক্ষার্থীরা এমন করতে পারে আমরা ভাবিনি উল্লেখ করে তিনি বলেন, আমাদের সব ধবংস করে দিয়েছে। শিক্ষার্থীদের পুঁজি করে কুচক্রি মহল কাজ করছে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ অন্যদিকে চলে যাবে। হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা নিয়ে তিনি বলেন, হামলার সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা দূরে থেকে পরিস্থিতি দেখেছেন। হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তি দেয়। তাতে অপপ্রচার থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগের দিনের হামলার জেরে গতকাল সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের ১২ থেকে ১৫ হাজার শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বাহাদুর শাহ পার্কে জড়ো হন। এরপর বেলা ১১টার দিকে তাঁরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এগোনোর চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে এগিয়ে যান। যাত্রাবাড়ী মোড়ে পুলিশ আবার তাঁদের বাধা দেয়। সেই বাধা অতিক্রম করে তাঁরা মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান।