স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামের বাসিন্দা, সমাজ সেবক ও দানশীল ব্যাক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম ফারুক এর পরিবারের মুর্দেগানদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত ২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে কাঠালখাইড় গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম ফারুক এর মায়ের কাবিন সূত্রে প্রাপ্ত ভুমি এবং আক্তার আলীর পৈতৃকসূত্রে প্রাপ্ত ভুমিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়- ইউপি সদস্য এনামুল হক, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ আজাদ, প্রবীণ মুরব্বি গোলাপ মিয়া, আব্দুননুর, দরাজ মিয়া, দুরুদ মিয়া, মুতলিব মিয়া, সুমন মিয়া, মাইনু মিয়া, রনক মিয়া, আব্দুস শহিদ, সায়েদ আলী, রায়েল আহমেদ, জুবায়েল মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম ফারুক এর পরিবারের মুর্দেগানদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন
কাঠাল খাইড় জামে মসজিদের ইমাম মুফতি আছাদুর রহমান সিদ্দিকী। প্রসঙ্গত যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুস সালাম ফারুক, আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামের সামাজিক উন্নয়ন এবং বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ভবিষ্যতে তার এই মহতি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুস সালাম ফারুক।
সম্পাদক ও প্রকাশক: আমিনুর রহমান জিলু, মোবাইল: ০১৭১৫-৩৫৭৬০৯
চীফ এডমিন: শাহ ফুজায়েল আহমদ, মোবাইল: ০১৭১৫-৭৪৬৭৭০
অফিস: পুরাতন সিলেটি বাসস্ট্যান্ড, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Copyright © 2024 jagannathpurtv. All rights reserved.