লন্ডন প্রতিনিধি
প্রবাসে অবস্থানরত রৌয়াইলবাসীদের কল্যাণ, শিক্ষা বিস্তার ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের প্রত্যয়ে যুক্তরাজ্যে গঠিত হলো রৌয়াইল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের নতুন কমিটি। গত ২১ সেপ্টেম্বর, রোববার দুপুর ১২টায় স্থানীয় জনপ্রিয় দেশী লাং রেস্টুরেন্টে এক আলোচনা সভার মাধ্যমে কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব লুৎফর রহমান ইলিয়াস। সভা পরিচালনা করেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জগলুল মিয়া।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আনা মিয়া। পরে বক্তারা রৌয়াইলবাসীদের ঐক্য, সহযোগিতা ও পরবর্তী প্রজন্মের শিক্ষার প্রসারে ট্রাস্টের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে কমিটির —সভাপতি: আব্দুল আলীম সাধারণ সম্পাদক: জগলু মিয়া কোষাধ্যক্ষ: ফজলুল হক সহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন— আব্দুল আজিজ ময়না, সামসুল হক, নুরুল হক, আব্দুল হান্নান, আব্দুল মালিক প্রবীন মুরব্বিইয়ান সহ বিপুল সংখ্যক প্রবাসী রৌয়াইলবাসী ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও জন্মভূমির উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা এবং রৌয়াইল সমাজের সার্বিক কল্যাণে এই ট্রাস্ট অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে।
সভাপতি আব্দুল আলীম দ্বিতীয় বারের মতো দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“রৌয়াইলবাসী আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে আবারও সভাপতি নির্বাচিত করেছেন, তার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ট্রাস্ট কেবল একটি সংগঠন নয়, বরং আমাদের প্রবাসী সমাজের ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের প্রতীক। ইনশাআল্লাহ আমরা সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষা, কল্যাণ ও সমাজসেবায় আরও বেশি কার্যকর ভূমিকা রাখব।”
সভায় সাধারণ সম্পাদক জগলুল মিয়া বলেন,
“দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একটি বড় সম্মান ও চ্যালেঞ্জ। আমাদের মূল লক্ষ্য হবে নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করা এবং জন্মভূমির উন্নয়নে অবদান রাখা। আমি আশা করি, সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের পাশে থাকবেন। একসঙ্গে কাজ করলে রৌয়াইল ট্রাস্টকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা সম্ভব।”
প্রসঙ্গত: ট্রাস্টটি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন সহ
বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে এলাকার নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও তাদের এই মহতি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সকল নেতৃবৃন্দ।।
শেষে দোয়া মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :