এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তার পদত্যাগের বিষয়টি দলের এক যুগ্ম সদস্য সচিব নিশ্চিত করেছেন। সূত্র জানায়, তাসনিম জারা নিজেই এনসিপির অভ্যন্তরীণ গ্রুপে তার সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, দীর্ঘ দেড় বছরের রাজনৈতিক সহযাত্রায় সহকর্মীদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে এবং সেই অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞ। পদত্যাগের বার্তায় তিনি সহকর্মীদের উদ্দেশে শুভকামনাও জানান। তবে কী কারণে তিনি দল ছাড়লেন—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তাসনিম জারার পদত্যাগকে এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।