
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের তিনবারের সাবেক সেক্রেটারী, সবার কাছে পরিচিত সুন্দর মনের মানুষ আব্দুল তাহিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ইন্তেকালে জগন্নাথপুর বাজার ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি জীবদ্দশায় সততা, দায়িত্বশীলতা ও মানবিকতার মাধ্যমে সবার ভালোবাসা অর্জন করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুর ২টায় ইকড়ছই মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুম আব্দুল তাহিদ এর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :