জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব ২০২৪-২৫ মৌসুমের জার্সি উন্মোচন


প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন
জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব ২০২৪-২৫ মৌসুমের জার্সি উন্মোচন

 

রিপোর্ট: আমিনুর রহমান জিলু

জগন্নাথপুর পৌরশহরের ০৮ নাম্বার ওয়ার্ডের পূর্ব ভবানিপুর বল বল এলাকার দেশ এবং প্রবাসে বসবাসরত এক ঝাঁক নবীন ও প্রবীণদের সমন্বয়ে প্রতিষ্ঠিত রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব এর ২০২৪-২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবাসে বসবাসরত রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের উপদেষ্টা রুবেল, জামিল, নোমান, রাহি, জাবের, রবিউল, তোফায়েল,জাকারিয়া,মতিউর,জাহিদ,ওয়াহিদুর এর সহযোগিতায় বিপুল উতসাহ উদ্দীপনায় আনন্দমূখর পরিবেশে জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। টুর্নামেন্টটির জার্সি স্পন্সর করেন জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর এলাকার কৃতি সন্তান সাবেক ক্রিকেটার যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুহিত মনির। রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সভাপতি মুত্তাকিন বিল্লাহ’র সভাপতিত্বে ও টিমের প্লেয়ার রুকন আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক জামাল উদ্দিন বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আকমল হোসেন ভূঁইয়া, সাংবাদিক আমিনুল হক সিপন, রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অঞ্জন চৌধুরী, অধিনায়ক ফাহিম আহমেদ, সহ-অধিনায়ক রাহিম আহমদ সহ আরো অনেকে।

এসময় রাইজিংওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের টিম ডিরেক্টর মুন্না আহমেদ তালুকদার, টিম ম্যানেজার মোঃ জমির হোসেন, হাসান, মান্না, শিহাব, আমিনুর ইসলাম তুহিন, রোহান আহমদ, আতিকুর, সহ ক্রিকেটার এবং বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাইজিংওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সকল নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উতসব আনন্দে কেক কাটার মধ্য দিয়ে জার্সি অনুষ্ঠান সম্পন্ন হয়।