জগন্নাথপুরে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
জগন্নাথপুরে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

রিপোর্ট: আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুরে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানুকে সংবর্ধনা জানিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টায় জগন্নাথপুর পৌর এলাকার স্থানীয় মেজবান রেস্তোরাঁয় এ সভার আয়োজন করে আজকের আলো মিডিয়া পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন- আহমেদ হোসাইন ছানু গণমাধ্যমে একজন সংগ্রামী ও উদ্যমী ব্যক্তিত্ব, যাঁর কাজ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। বক্তারা বস্তুনিষ্ঠ ও সমাজমুখী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং আলো মিডিয়া গ্রুপের কার্যক্রমের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, সাহিত্য সম্পাদক আমিনুল হক সিপন, সাংবাদিক আলী হোসেন খান, ফুজায়েল আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

সভা শেষে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতার আগমনে জগন্নাথপুরে সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়।