জগন্নাথপুরে বিদ্যুৎ অফিস স্থানান্তর বাতিলের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
জগন্নাথপুরে বিদ্যুৎ অফিস স্থানান্তর বাতিলের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

 

রিপোর্ট: আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে বিদ্যুৎ সরবরাহ অফিস (পিডিবি) একই উপজেলার ইনাতনগরে স্থানান্তরের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে গড়ে ওঠা গণপ্রতিরোধ ও ১৯ জুলাইয়ের বিশাল মানববন্ধনের ধারাবাহিকতায় এবার লিখিতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জগন্নাথপুরের সচেতন নাগরিক সমাজ।

সোমবার (২১ জুলাই) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরকত উল্লাহ ও জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম আজাদ বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সমাজিক নেতৃবৃন্দ। স্মারকলিপিতে পরিষ্কারভাবে জানানো হয়—বিদ্যুৎ অফিস সদর থেকে ৮ কিলোমিটার দূরে ইনাতনগরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী, দূর্ভোগ সৃষ্টিকারী এবং সাধারণ গ্রাহকদের ওপর অমানবিক চাপ সৃষ্টি করবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন— সমাজ সেবক আব্দুল মতিন, আবুল লেইছ, সামছুল হক, ফারুক আহমদ, কামাল ভুইয়া, ইসাক মিয়া, শিশু মিয়াসহ জগন্নাথপুর বাজারের বহু ব্যবসায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

স্মারকলিপিতে তাঁরা বলেন— “বিদ্যুৎ অফিস সদরেই থাকার যৌক্তিকতা অনেক। এখানে অধিকাংশ গ্রাহকের বসবাস ও ব্যবসায়িক কার্যক্রম কেন্দ্রিক। হঠাৎ করে জনবিচ্ছিন্ন ইনাতনগরে অফিস সরানো হলে সেটা সাধারণ মানুষের উপর সরাসরি ‘প্রশাসনিক নির্যাতন’ হিসেবে দেখা হবে।”

এছাড়া স্মারকলিপিতে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথাও জানানো হয়। স্মারকলিপি জমা দেয়ার পর প্রতিনিধিদল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পান যে, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হবে এবং ঊর্ধ্বতন দপ্তরে জানানো হবে।

উল্লেখ্য, এর আগে ১৯ জুলাই জগন্নাথপুর পৌর পয়েন্টে হাজারো মানুষের উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সর্বস্তরের মানুষ বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোচ্চার হন।

সাধারণ জনগণের এই ঐক্যবদ্ধ আন্দোলন স্থানীয় প্রশাসনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।